ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যেই ১৭ মার্চ করাচিতে অনুষ্ঠিত হচ্ছে পিএসএল ফাইনাল। পিএসএল ফাইনাল দেখতে বিসিসিআই কর্মকর্তাদের মাঠে থাকার আমন্ত্রণ জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু সরাসরি সেই আমন্ত্রণ প্রত্যাখান করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এছাড়া, পিসিবির আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছেন আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহরও। বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতিও ছিলেন তিনি।
পিসিবি চেয়ারম্যান এহসান মানি বলেছেন, ''আইসিসি ও বিসিসিআইয়ের কর্তাদের পিএসএল ফাইনাল ম্যাচে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তবে আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর আসতে পারবেন না বলে জানিয়েছেন। তিনি ব্যক্তিগত কারণে ব্যস্ত থাকবেন। আইসিসির সিইও ডেভ রিচার্ডসন করাচিতে হাজির থাকবেন বলে জানিয়েছেন।''
পিএসএল ফাইনাল দেখার জন্য প্রায় সব ক্রিকেট খেলিয়ে দেশের কর্মকর্তাদের আমন্ত্রণ জানিয়েছে পিসিবি। এহসান মানি বলছিলেন, ''আমরা চাই প্রতিটা ক্রিকেট বোর্ড এখানে এসে নিরাপত্তার বিষয় দেখে যাক। নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট হলে আমাদের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলার ব্যাপারে আগ্রহ বাড়বে অন্য দেশগুলোর।''
বিডি প্রতিদিন/ ওয়াসিফ