Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ২৩ মার্চ, ২০১৯ ০৮:৫৮
আপডেট : ২৩ মার্চ, ২০১৯ ০৯:০২

টেস্টে জার্সি নম্বরে আইসিসি'র সম্মতি

অনলাইন ডেস্ক

টেস্টে জার্সি নম্বরে আইসিসি'র সম্মতি
ফাইল ছবি

টেস্ট ক্রিকেটকে আরও জনপ্রিয় করতে আইসিসি আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ক্রিকেটারদের নাম এবং জার্সি নম্বর পরে মাঠে নামার অনুমতি দিল। তবে তার আগেই অ্যাশেজ সিরিজে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের এই জার্সিতে দেখা যাবে। সংবাদ সংস্থা আইএএনএস'কে আইসিসি জেনারেল ম্যানেজার ক্লেয়ার ফারলং বলেছেন, ‘‘১ আগস্ট থেকে এই জার্সিতে দেখা যাবে টেস্টে ক্রিকেটারদের।’’ 

আইসিসি টেস্টের জনপ্রিয়তা বাড়াতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। ১৫ জুলাই থেকে এই প্রতিযোগিতা শুরু হবে। চলবে ৩০ এপ্রিল ২০২১ পর্যন্ত। ফাইনাল হবে ২০১২ সালের জুন মাসে। টি-টোয়েন্টির আকর্ষণে মেতে থাকা ক্রিকেটপ্রেমীদের টেস্টে আগ্রহ বাড়াতেই ক্রিকেটারদের নাম এবং জার্সি নম্বর পরে মাঠে নামার উদ্যোগে সম্মতি দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ


আপনার মন্তব্য