ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অবশেষে জয়ের দেখা পেয়েছে বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। টানা ছয় ম্যাচ হারের পর কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে জয়ের দেখা পেল ব্যাঙ্গালুরু।
শনিবার রাতে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন ক্রিকেট স্টেডিয়ামে পাঞ্জাবের বিপক্ষে ৮ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে কোহলি-ভিলিয়ার্সরা।
ম্যাচে স্বাগতিকদের দেয়া ১৭৪ রানের টার্গেটে খেলতে নেমে কোহলি-ভিলিয়ার্সের অনবদ্য ব্যাটিংয়ে চার বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় ব্যাঙ্গালুর।
১৭৪ রানে টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ৪৩ রানে পার্থিব প্যাটেলের উইকেট হারায় ব্যাঙ্গালুরু। দ্বিতীয় উইকেট জুটিতে ভিরাট কোহলি ও এবি ডিভিলিয়ার্সের ব্যাটে জয়ের ভিত্তি পায় তারা। ৮৫ রান আসে কোহলি-ডিভিলিয়ার্সের ব্যাট থেকে। অর্ধ শতক তুলে নেন কোহলি। ৫৩ বলে ৬৭ রান করে আউট হন ব্যাঙ্গালুরুর অধিনায়ক।
এরপর জয়ের বাকি কাজটুকু সাড়েন ডি ভিলিয়ার্স ও মার্কাস স্টোইনিস। অর্ধ শতকের দেখা পান ডি ভিলিয়ার্স। ৪৬ রানে জুটি গড়ে শেষ ওভারে জয় তুলে নেয় ব্যাঙ্গালুরু। ডি ভিলিয়ার্স ৩৮ বলে ৫৯ ও স্টোইনিস ১৬ বলে ২৮ রানে অপরাজিত ছিলেন। পাঞ্জাবের মোহাম্মদ শামি ও রবিচন্দ্রন অশ্বিন ১টি করে উইকেট নেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৬৬ রান যোগ করেন লোকেশ রাহুল ও ক্রিস গেইল। ১৮ রান করে আউট হন রাহুল। এরপর মায়াঙ্ক আগারওয়াল (১৫), শরফরাজ খান (১৫) ও স্যাম কারান (১) দ্রুত বিদায় নিলে ১১০ রানে চার উইকেট হারায় পাঞ্জাব।
পঞ্চম উইকেটে মানদীপ সিংকে সাথে নিয়ে ৬৩ রানে জুটি গড়েন গেইল। ম্যাচে অল্পের জন্য সেঞ্চুরি থেকে বঞ্চিত হন গেইল। ৬৪ বলে ৯৯ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। ২০ ওভারে ৪ উইকেটে ১৭৩ রান করে পাঞ্জাব। ব্যাঙ্গালুরুর উজবেন্দ্র চাহাল ২টি এবং মোহাম্মদ সিরাজ ও মঈন আলী ১টি করে উইকেট নেন।
ব্যাঙ্গালুরুর ডি ভিলিয়ার্স ম্যাচ সেরা হয়েছেন। এই জয়ে পয়েন্ট টেবিলে তলানিতে রইলো রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। আর পঞ্চম স্থানে আছে পাঞ্জাব।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন