আজ পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ-১৪২৬ এর প্রথম দিন। এই দিনে বাঙালি জাতি নানা উৎসবের মধ্য দিয়ে নতুন বর্ষকে বরণ করে নেয়।
কিন্তু এ দিনটিও মাঠেই কাটাতে হচ্ছে ক্রিকেটারদের। কেননা, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) সুপার লিগ পর্ব শুরু হচ্ছে আগামীকাল সোমবার থেকে।
শুধু ক্রিকেটার নন, কোচ, ম্যানেজার তথা সুপার লিগে ওঠা ছয় দলের পুরো টিম এবং টিম ম্যানেজমেন্টের কারোরই ছুটি নেই। যেহেতু কাল সুপার লিগের প্রথম খেলা, তাই নববর্ষের দিনেও সব দলেরই প্র্যাকটিস আছে।
ফলে বাঙালির প্রাণের এই উৎসব পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব ও সুহৃদ-শুভানুধ্যায়ীদের সঙ্গে উদযাপন করতে পারছেন না সুপার লিগের ছয় দলের ক্রিকেটার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সুপার লিগে ওঠা লিজেন্ডস অব রূপগঞ্জ, প্রাইম ব্যাংক, আবাহনী, প্রাইম দোলেশ্বর, শেখ জামাল ধানমন্ডি আর মোহামেডান ছয় দলেরই আজ প্র্যাকটিস আছে।
বিডি প্রতিদিন/কালাম