চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের পর তৃতীয় দল হিসেবে দ্বাদশ আইপিএলের প্লে-অফে পৌঁছে গেল মুম্বাই ইন্ডিয়ান্স। বৃহস্পতিবার ওয়াংখেড়েতে রুদ্ধশ্বাস লড়াই প্রথমে সুপার ওভারে শেষ হয়। শেষ বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ টাই করেন দেন মনীশ পাণ্ডে।
সুপার ওভারে প্রথম ব্যাটিং করে মাত্র ৮ রান তোলে হায়দরাবাদ। বুমরাহের প্রথম চার বলে ২ উইকেট হারানোয় শেষ দু’টি বল খেলতে পারেনি সানরাইজার্স। জয়ের জন্য মুম্বাইয়ের টার্গেট ৬ বলে ৯ রান। ক্রিজে হার্দিক পান্ডিয়া ও কাইরন পোলার্ড। বল হাতে রশিদ খান। প্রথম বল ছক্কা হাঁকান পান্ডিয়া। মাত্র ৩ বলেই ম্যাচ জিতে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স।
রবিবার কেকেআর'র বিরুদ্ধে শেষ ম্যাচের আগেই ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে প্লে-অফের টিকিট হাতে পেয়ে গেল মুম্বাই ইন্ডিয়ান্স। আগের ম্যাচে ইডেনে নাইটদের কাছে পর্যুদস্ত হলেও এদিন ঘরের মাঠে সাইনরাইজার্সের বিরুদ্ধে রানে জয় ছিনিয়ে নেয় মুম্বাই। শেষ ২ ওভারে জয়ের জন্য হায়দরাবাদের দরকার ছিল ২৯ রান। ক্রিজে মনীশ পাণ্ডে ও মোহম্মদ নবি। এখান থেকে সানরাইজার্সকে সুপার ওভারে পৌঁছে দেন পান্ডে।
রান তাড়া করতে নেমে মার্টিন গাপ্টিল ও ঋদ্ধিমান সাহার সানরাইজার্সের নতুন ওপেনিং জুটি চার ওভারে ৪০ রান তোলে। কিন্ত ওভারের শেষ বলে ঋদ্ধির উইকেট হারিয়ে ধাক্কা খায় সানরাইজার্স। ১৫ বলে ২৫ রান করে আউট হন ঋদ্ধি। পাওয়ার প্লে-তে ২ উইকেট হারিয়ে ৫৯ রান তোলে হায়দরাবাদ। মনীশ পান্ডে শেষ পর্যন্ত লড়াই করে ম্যাচ সুপার ওভারে পৌঁছে দেন। শেষ পর্যন্ত ৪৭ বলে ২টি ছক্কা ও ৮টি বাউন্ডারি মেরে ৭১ রানে অপরাজিত থাকেন পান্ডে।
‘ডু অর ডাই’ লড়াইয়ে এদিন টস জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বাই ইন্ডিয়ান্স ক্যাপ্টেন রোহিত শর্মা। প্রথম তিন ওভারে ১০'র বেশি রান রেট থাকলেও পাওয়ার প্লে'র শেষ ওভারে রোহিতের উইকেট হারায় মুম্বাই। ১৮ বলে পাঁচটি বাউন্ডারিসহ ২৪ রান করে ডাগ-আউটে ফেরেন রোহিত। খলিল আহমেদের বাউন্সার পুল করতে গিয়ে আউট হন ‘হিটম্যান’৷
এরপর সূর্যকুমার ডি’ককের সঙ্গে মুম্বই ইনিংসেক এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করন। কিন্তু ১৭ বলে ২৩ রানে সূর্যকুমারও খলিলের বলেই ডাগ-আউটে ফেরেন। এরপর ব্যক্তিগত ১ রানে লুইসকে তুলে নেন নবি। তারপর হার্দিক পান্ডিয়া ১০ বলে ১৮ রান করলেও ভুবনেশ্বর কুমারের শিকার হন। আগের ম্যাচে নাইটদের বিরুদ্ধে ঝড়ো ৯২ রানের ইনিংস খেলে ম্যাচ জমিয়ে।
শেষ পর্যন্ত ৬৯ রানে অপরাজিত থাকেন তিনি। ৫৮ বলের ইনিংসে ২টি ছক্কা ও হাফ-ডজন বাউন্ডারি মারেন ডি’কক। কাইরন পোলার্ডও এদিন বিশেষ সুবিধা করতে পারেননি। ৯ বলে ১০ রান করে আউট হন ক্যারিবিয়ান ব্যাটসম্যান। শেষ পর্যন্ত ৫ উইকেটে ১৬২ রান তোলে মুম্বাই।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর