চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম পর্বে লিভারপুলের বিরুদ্ধে ফ্রি-কিকে লিওনেল মেসির গোল দেখে শুধু ফুটবলপ্রেমীরা নন, মুগ্ধ পেলেও। উচ্ছ্বসিত ফুটবল সম্রাট বার্সেলোনা তারকার গোল করার সেই ছবি টুইটারে পোস্ট করে লিখেছেন, ‘‘৬০০তম গোল করার জন্য অভিনন্দন তোমাকে। যেভাবে তুমি গোল করেছো, তা অতুলনীয়।’’ অভিভূত জোসে মরিনহোও। ফুটবল ঈশ্বর আখ্যা দিলেন মেসিকে!
এক সাক্ষাৎকারে মরিনহো বলেছেন, ‘‘ক্যাম্প ন্যু-তে লিভারপুল দারুণ সাহসী ফুটবল খেলেছিল। কিন্তু পার্থক্য গড়ে দেয় ফুটবল ঈশ্বর একাই। মেসি অনবদ্য।’’
ম্যানেজার হিসেবে এখন পর্যন্ত ২৭ বার বার্সেলোনার মুখোমুখি হয়েছেন দ্য স্পেশ্যাল ওয়ান। জিতেছেন আটবার। হেরেছেন ১০বার। ড্র করেছেন ন’বার। মরিনহোর মতে এই মুহূর্তে বার্সেলোনাকে হারানো একেবারেই সহজ নয়।
তিনি বলেছেন, ‘‘আমার মনে হয়, এবারের চ্যাম্পিয়ন্স লিগে ক্যাম্প ন্যু-তে বার্সেলোনাকে হারানোর ক্ষমতা খুব কম দলের আছে।’’ ফুটবল বিশেষজ্ঞেরা মনে করছেন প্রথম পর্বে ০-৩ হারের ধাক্কা ভুলে লিভারপুলের পক্ষে ঘুরে দাঁড়ানো কঠিন। মরিনহোও একমত তাঁদের সঙ্গে।
তাঁর কথায়, ‘‘লিভারপুলকে ফাইনালে উঠতে হলে অন্তত ৪-০ জিততেই হবে দ্বিতীয় পর্বের ম্যাচে।’’
পাশাপাশি তাঁর সমালোচনা করায় ইংল্যান্ডের দুই প্রাক্তন ফুটবলার গ্যারি নেভিল ও পল স্কোলসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ