ফ্রাঙ্ক রিবেরি ও আরিয়ান রোবেনের হাত ধরে ২০০৯ সালের ২৯ আগস্ট থেকে শুরু হয় জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের পথ চলা। এই দিনে প্রথমবারের মতো বায়ার্নের জার্সিতে এক সঙ্গে মাঠে নামেন তারা। আর এই দিনেই সূচনা হয় বাভারিয়ানদের ‘ডাকাতি’ যুগের।
অবশেষে বায়ার্নে অবসান ঘটতে যাচ্ছে রিবেরি-রোবেন অধ্যায়ের। আগামী মৌসুমে হরিহর আত্মার এই যুগল উইঙ্গারকে আর এক সঙ্গে দেখা যাবে না অ্যালিয়েঞ্জ অ্যারেনায়।
দু’জনের ত্রিশ পার হয়ে গেছে অনেক আগে। গত এপ্রিলে ৩৭ বছরে পা রেখেছেন রিবেরি। আগামী জানুয়ারিতে ৩৬ বছরে পড়বেন রোবেন। বয়সের ভারটা ঠিকই বুঝতে পারছেন উভয়েই। ডাচ তারকা রোবেন আগেই জানিয়েছিলেন, বায়ার্ন থেকে অবসরে যাওয়ার কথা। এবার সেই পথে হাঁটছেন বন্ধু রিবেরিও। নতুন মৌসুমের জন্য বাভারিয়ানদের সঙ্গে চুক্তি করেননি এই ফরাসি তারকা।
বায়ার্ন মিউনিখ তাদের অফিশিয়াল টুইটারে লিখেছে, ‘ফ্রাঙ্ক রিবেরি বায়ার্নের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াবেন না এবং আগামী গ্রীষ্মে ক্লাব ছাড়বেন। সবকিছুর জন্য অসংখ্য ধন্যবাদ ফ্রাঙ্ক।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ