সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে গড়া প্রথমবারের মতো আয়োজিত স্ট্রিট চাইল্ড ইউনাইটেড আয়োজিত বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছে বাংলাদেশ দল। সিক্স-এ সাইড এই টুর্নামেন্টে রবিবার চার ম্যাচের দুটিতে জিতে সেরা চার নিশ্চিত করে টিম বাংলাদেশ।
লন্ডনে এদিন ইংল্যান্ড ও তানজানিয়ার কাছে হারে বাংলাদেশ। তবে উত্তর ভারত ও নেপালের বিপক্ষে জয় দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে তারা। সেমিফাইনালে বাংলাদেশের সঙ্গে আরও আছে দক্ষিণ ভারত, তানজানিয়া ও ইংল্যান্ড।
আগামী মঙ্গলবার লর্ডসে সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, প্রতিটি দলে ৪ জন মেয়ে ও ৪ জন করে ছেলে রাখা হয়েছে। বাংলাদেশ দলে আছে সানিয়া মির্জা, জেসমিন আক্তার, স্বপ্না আক্তার, আরজু রহমান, রাসেল ইসলাম রুমেল, রুবেল, নিজাম হোসেন ও আবুল কাশেম।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ