বেশ কয়েকটি সফল পরীক্ষা শেষে কিংবদন্তি গোলরক্ষক ইকার ক্যাসিয়াস অবশেষে হাসপাতাল ছাড়লেন। এর আগে গত বুধবার পর্তুগিজ ক্লাব এফসি পোর্তোর হয়ে অনুশীলনের সময় হৃদরোগে আক্রান্ত হন স্পেনের ২০১০ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ও গোলরক্ষক ক্যাসিয়াস।
৩৭ বছর বয়সী এই সাবেক রিয়াল মাদ্রিদ তারকাকে হৃদরোগে আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নেওয়ার পর দ্রুতই অস্ত্রোপাচার করে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।
এদিকে, সুস্থ হয়ে ফিরলেও ক্যাসিয়াস ফুটবলে আর ফিরতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে। কেননা চিকিৎসকদের দাবি, মাঠে ফিরলে আবার হার্ট অ্যাটাক হতে পারে ক্যাসিয়াসের। ঝুঁকি নিয়ে ফুটবলে ফেরার সম্ভবনাটা তাই খুবই ক্ষীণ তার।
পোর্তোর ডাক্তার নেলসন পুলগা জানিয়েছেন, ক্যাসিয়াস সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে, কিন্তু খুব কম সময়ের মধ্যে জানা অসম্ভব যে, তিনি শীর্ষ ফুটবলে ফিরতে পারবেন কিনা। তবে আশা দেখছেন কার্ডিওলজিস্ট ভাস্কো দ্য গামা, ‘ক্যাসিয়াস ফুটবলে ফিরতে পারবেন, কারণ তার সমস্যা ৯০ মিনিটের মধ্যে সমাধান করা হয়েছে।’
ফুটবলকে এখনও অবশ্য বিদায় বলার মতো কোনো সিদ্ধান্ত নেননি ক্যাসিয়াস। তবে হাসপাতাল থেকে বেরিয়ে কঠিন সময় তার পাশে সমর্থকদের পেয়েছেন বলে কৃতজ্ঞা জানিয়েছেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ