ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল আর ম্যানচেস্টার সিটির শিরোপা জয়ের হাড্ডাহাড্ডি লড়াই যেন থামছেই না। ভিনসেন্ট কোম্পানির একমাত্র গোলে লেস্টার সিটির বিপক্ষে জয় পেয়েছে ম্যানসিটি। এর ফলে লিভারপুলকে সরিয়ে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে সিটিজেনরা।
ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই লেস্টার সিটির ওপর চড়াও হলেও বলার মতো কোনো গোলের সুযোগ তৈরি করতে পারেনি তারা। তবে বিরতির পর গোলের জন্য লেস্টার দুর্গে একের পর এক আক্রমণ চালাতে থাকে আগুয়েরো-স্টার্লিংরা। কাঙ্ক্ষিত গোল পেতে অপেক্ষা করতে হয় ম্যাচের ৭০ মিনিট পর্যন্ত। পেনাল্টি বক্সের বাইরে থেকে আচমকাই ডান পায়ে জোরালো এক শট নেন সিটিজেন অধিনায়ক কোম্পানি। সেই শট রুখে দেওয়ার কোনো সুযোগই ছিল না লেস্টার গোলরক্ষকের সামনে।
পিছিয়ে পড়ে সমতায় ফেরার চেষ্টা করে লেস্টার সিটি। তবে পেরে ওঠেনি তারা। ফলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে গার্দিওলার শিষ্যরা।
এই জয়ে ৩৭ ম্যাচে ৯৫ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এলো ম্যানচেস্টার সিটি। লিগের শেষ ম্যাচে জিতলেই প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তুলবে সিটিজেন শিবির।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ