আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে অংশই নিতে পারবে না ম্যানচেস্টার ইউনাইটেড। রবিবার রাতে হাডার্সফিল্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করে চ্যাম্পিয়ন্স লিগের দৌঁড় থেকে ছিটকে পড়ল ওলে গুনার সুলশারের দল।
হাডার্সফিল্ডের সঙ্গে ড্র করে পয়েন্ট টেবিলের শীর্ষ চারে ঢুকতে ব্যর্থ হয় । এতে ইংলিশ প্রিমিয়ারে লিগের শীর্ষ চারের অবস্থা দাঁড়ায় এরকম- ম্যানচেস্টার সিটি, লিভারপুল, চেলসি ও টটেনহ্যাম হটস্প্যার।
পয়েন্ট টেবিলের ছয়ে অবস্থান ম্যানইউয়ের। প্রিমিয়ার লিগের শীর্ষ চারটি দল পরবর্তী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করে থাকে।
রবিবারের ম্যাচে জয় এলে কার্ডিফ সিটির বিরুদ্ধে লিগের শেষ ম্যাচ পর্যন্ত প্রথম চারে যাওয়ার প্রশ্নে টিকে থাকতো রেড ডেভিলরা। কিন্তু হাডার্সফিল্ডের বিরুদ্ধে ড্র, অন্যদিকে ওয়াটফোর্ডের বিরুদ্ধে চেলসির জয় ম্যানইউয়ের সেই আশায় জল ঢেলে দেয়।
বিডি প্রতিদিন/কালাম