আজ মঙ্গলবার আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।
খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকাল পৌনে ৪টায়।
ত্রিদেশীয় সিরিজকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছে বাংলাদেশ। তবে প্রথম ম্যাচে একাদশে বড় পরিবর্তনের সুযোগ কম। তামিম ইকবাল-লিটন দাসই ইনিংসের গোড়াপত্তন করবেন। ইনজুরির কারণে বাংলাদেশের সর্বশেষ ওয়ানডে সিরিজে ছিলেন না সাকিব আল হাসান। তিনি এ ম্যাচ দিয়ে দলে ফিরবেন।
দলে ফেরার সম্ভাবনা রয়েছে মোহাম্মদ মিথুনেরও। তবে টিম ম্যানেজম্যান্টের ভাবনায় এই পজিশনে এগিয়ে রয়েছেন সৌম্য সরকারই। সেক্ষেত্রে মিডল অর্ডারে সাকিব-মুশফিক ও মাহমুদউল্লাহ রিয়াদকে দেখা যাবে। শেষ দিকে দ্রুত রান তোলার জন্য টিম ম্যানেজম্যান্টের পছন্দ সাব্বির রহমান।
খেলা যেহেতু আয়ারল্যান্ডে তাই একাদশে তিন পেসার থাকবে তা নিশ্চিত। তবে উইকেটে ঘাস বেশি থাকলে মিরাজের জায়গায় একাদশে থাকতে পারেন আরও একজন পেসার। টেনিস এলবো ইনজুরির কারণে বিশ্রামে রাখা হতে পারে পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে। এক্ষেত্রে সুযোগ মিলতে পারে তাসকিন আহমেদ কিংবা ফরহাদ রেজার।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার/মোহাম্মদ মিথুন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, ফরহাদ রেজা/তাসকিন আহমেদ, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।
বিডি প্রতিদিন/কালাম