ইংল্যান্ডে অনুষ্ঠেয় ২০১৯ ওয়ানডে বিশ্বকাপকে ঘিরে অংশগ্রহণকারী দলগুলো নিচ্ছে শেষ সময়ের প্রস্তুতি। চলছে নানা পরিকল্পনা। এমন সময় চমক আসলো ওয়েস্ট ইন্ডিজ পক্ষ থেকে। বিশ্বমঞ্চের এ আসরে তারকা ক্রিকেটার ক্রিস গেইলেরকে দলটির সহ-অধিনায়ক করা হয়েছে। ফলে বিশ্বকাপে জেসন হোল্ডারের সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।
ক্যারিবীয়দের এবারের বিশ্বকাপ দলে সবচেয়ে বয়স্ক ও সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার ৩৯ বছর বয়সী গেইল। এখন পর্যন্ত ২৮৯ ওয়ানডে খেলে ১০ হাজারের ওপর রান তুলেছেন। ২০১৫ সালের বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ার সেরা ২১৫ রান করেছিলেন, যা উইন্ডিজ কোনো ব্যাটসম্যানের মধ্যে সেরা।
বাঁহাতি এই ব্যাটসম্যান সর্বশেষ ২০১০ সালের জুনে জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক ছিলেন।
আগামী ৩০ মে ইংল্যান্ড ও ওয়েলসে বিশ্বকাপের পর্দা উঠতে যাচ্ছে। আর ৩১ মে ট্রেন্টব্রিজে পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ