পোল্যান্ডে চলমান ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে কোরিয়ার বিপক্ষে হারলেও শেষ ষোল তথা নকআউট পর্ব নিশ্চিত করতে সমস্যা হয়নি আর্জেন্টিনার।
'এফ' গ্রুপের শেষদিনের ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হয় আর্জেন্টিনা। নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে আগেই শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছিল আর্জেন্টিনা। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচটি ছিলো পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলের ম্যাচ। এ ম্যাচটিতে দক্ষিন কোরিয়ার বিপক্ষে ২-১ গোলে হেরেছে আলবিসেলেস্তেরা।
দলের জয়ে ম্যাচের প্রথমার্ধে কোরিয়ার হয়ে গোল করেন সে উন হ। পরে ৫৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইয়ং উক চু। শেষ বাঁশি বাজার খানিক আগে আর্জেন্টিনার হয়ে এক গোল শোধ করেন ক্রিশ্চিয়ান ফেরেইরা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ