অস্ট্রেলিয়া ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক স্টিভ ওয়াহ। দলের সদস্যদের সাথে ওয়াহের কথা বলার ধরন এতোই দারুণ ছিল যে তিনি মাঝে মাঝে নিজে কবিতা লিখে এবং তা শুনিয়েও দলকে জয়লাভ করতে অনুপ্রাণিত করতেন।
স্টিভ ওয়াহের মতে, এই কবিতার মাধ্যমে কখনও কখনও ব্যক্তি এমন কিছু বের করে আনে যা সে আগে বলেনি। এছাড়া কবিতায় এমন কিছু উঠে আসে যা আপনি সরাসরি কঠিনভাবে বলছেন না, কিন্তু খেলোয়াড়দের প্রতি তার প্রভাব পড়ছে সমান ভাবে। তাই ভারি কথার পাশাপাশি একটু গান-কবিতাও হয়ে উঠতে পারে বিজয়ের অনুপ্রেরণা।
বিশ্বকাপ জেতার স্বপ্ন নিয়ে ১৯৯৯ সালের বিশ্বকাপ ফাইনালের রাতেও এই অধিনায়ক সতীর্থদের জন্য লিখেছিলেন কবিতা। সেদিন বিশ্বকাপের চূড়ান্ত দিনে লন্ডনের রয়্যাল গার্ডেন হোটেলে তিনি জেগে ওঠেন রাত আড়াইটায়। তখন পাকিস্তানের বিরুদ্ধে জয়ের স্বপ্ন তার শিরায় শিরায় প্রবাহিত। ঠিক তখনই তিনি আবারো লিখতে বসেছিলেন সতীর্থদের জন্য। যা সকালের অনুশীলনের পরে পাঠানো হয় দলের কাছে। এরপর সে ম্যাচে ঠিকই পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ নিজেদের ঘরে তুলেছিলেন অস্ট্রেলিয়ানরা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ