এশিয়ার ভরাডুবির দ্বিতীয় পর্বও দেখে ফেলল ইংল্যান্ডের বিশ্বকাপ। পাকিস্তানের পর এবার শ্রীলঙ্কা। ঘটনাচক্রে পাকিস্তানের মতোই শ্রীলঙ্কার হার ব্যাটিং বিপর্যয়ের জেরে। মাত্র ১৬.১ ওভারে মার্টিন গাপ্টিল (৭৩ নট আউট) ও কলিন মুনরোর (৫৮ নট আউট) ব্যাটে ভর করে জয়ের জন্য শ্রীলঙ্কা করা ১৩৭ রান তুলে নিতে কোনো সমস্যা হয়নি নিউজিল্যান্ডের।
শনিবার কার্ডিফের সবুজ বাইশ গজে কিউয়ি পেসারদের সামনে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা দাঁড়াতেই পারেননি। ২৯.২ ওভারে মাত্র ১৩৬ রানে শেষ শ্রীলঙ্কা। হাফ সেঞ্চুরি করেন শুধু অধিনায়ক দিমুথ করুনারত্নের। ওপেন করতে নেমে ৮৪ বলে ৫২ রান করে নট আউট থাকেন তিনি। কিউইদের পক্ষে তিনটে উইকেট পেয়েছেন পেসার ম্যাট হেনরির। তিনি হয়েছেন ম্যাচে সেরা।
এদিকে ম্যাচ শেষে আবার কার্ডিফের উইকেটকে দুষলেন শ্রীলঙ্কার অধিনায়ক করুণারত্নে। তিনি বলেন, 'সকালের দিকে বল সুইং আর সিম করছিল। ওদের পেসাররাও বেশ ভালো। কিন্তু আমার মনে হয়, মানুষ বিনোদনের জন্য ক্রিকেট দেখতে আসে। তাই ব্যাটিং উইকেট করার দিকে নজর দেওয়া উচিত।'
বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ