১৭ জুলাই, ২০১৯ ২০:৫৮

বাটলারকে ইংল্যান্ডের পরবর্তী অধিনায়ক হিসেবে দেখছেন স্ট্রস

অনলাইন ডেস্ক

বাটলারকে ইংল্যান্ডের পরবর্তী অধিনায়ক হিসেবে দেখছেন স্ট্রস

ইয়োইন মরগানের নেতৃত্বে নিজেদের মাঠে মাত্রই নিজেদের ইতিহাসে প্রথমবার ৫০ ওভার ক্রিকেটের বিশ্বকাপ শিরোপা জিতলো ইংল্যান্ড। বাংলাদেশের কাছে পরাজিত হয়ে গত আসরের প্রথম রাউন্ড থেকেই ছিটকে পড়া ইংলিশরা এবার ফেবারিট হিসেবে টুর্নামেন্ট শুরু করে শেষ পর্যন্ত শিরোপা জিততে সক্ষম হয় ইংলিশরা। এরপরই আগামী বিশ্বকাপ নিয়ে ভাবতে শুরু করেছেন ইংল্যান্ড এন্ড ওয়েলন ক্রিকেট বোর্ডের (ইসিবি) সাবেক টিম ডিরেক্টর এন্ড্রু স্ট্রস। 

তিনি বলেন, মরগান যদি অধিনায়কের দায়িত্ব চালিয়ে যেতে না চায় তবে তার বদলি হিসেবে সীমিত ওভারে অধিনায়ক হতে পারেন জস বাটলার। আগামী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০২৩ সালে ভারতে। তখন মরগানের বয়স হবে ৩৬ বছর। তবে আসন্ন ২০২০ টি-২০ বিশ্বকাপে তারই অধিনায়ক থাকার সম্ভাবনা আছে।

তবে অধিনায়ক থাকবেন কি থাকবেন না সে সিদ্ধান্ত নেয়ার অধিকার নেয়ার মালিক মরগান। কেননা এ অধিকার তিনি অর্জন করেছেন। 

ইএসপিএনকে স্ট্রস বলেন, ‘আমি মনে করি জস একজন অসাধারণ ক্রিকেটার ও অসাধারণ ব্যক্তি, সে ম্যাচ খুব ভাল বুঝতে পারে। সুতরাং অধিনায়ক পদটি যদি খালি হয় তবে সে-ই হবে শক্ত প্রার্থী।’ 

স্ট্রস আরও বলেন, প্রথমবারের মত বিশ্বকাপ শিরোপা জিতে অধিনায়ক মরগান এভারেস্টের চূড়ায় উঠেছে এবং দায়িত্ব তিনি চালিয়ে যাবেন কিনা সেটা তার সিদ্ধান্ত।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর