আগানীকাল শুক্রবার ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য ভারতের দল নির্বাচন। তার আগে মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে জল্পনা অব্যাহত। সূত্রের খবর, ফিটনেসের কারণ দেখিয়ে ক্যারিবিয়ান সফরে নাও যেতে পারেন ধোনি। শুধু তাই নয়, ভারতের আর কোনো সিরিজেই ফার্স্ট চয়েস কিপার হিসেবে থাকবেন না বিশ্বকাপজয়ী অধিনায়ক।
বিকল্প হিসেবে ঋষভ পন্থকে তৈরি করা হবে। এবং সেই প্রক্রিয়ায় সাহায্য করবেন স্বয়ং ধোনি। এমনও হতে পারে, কোনো সিরিজে ১৫ জনের দলে থাকলেও প্রথম একাদশে থাকবেন না সাবেক ভারত অধিনায়ক। বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারের পরই ধোনিকে নিয়ে জল্পনা চলছেই। বিস্তর সমালোচনা হয়েছে বিশ্বকাপে তার ব্যাটিং নিয়েও।
এদিকে ধোনি কতদিন খেলা চালিয়ে যাবেন, তা নিয়ে এখনও সরকারিভাবে কিছুই জানাননি ৷ এক বিসিসিআই কর্মকর্তা সংবাদসংস্থা জানিয়েছেন, ‘‘আমরা ধোনির থেকে কিছু জানতে পারিনি ৷ যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন তাহলে বলব ধোনি বিশ্বকাপে ভালই পারফর্ম করেছেন ৷ তবে ধোনি খেলা চালিয়ে যাবেন কী না, এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন একমাত্র তিনিই ৷ অন্য কাউকে তা বলতে হবে না ৷ ’’
এদিকে, এক সাক্ষাৎকারে ধোনির ছোটবেলার কোচ কেশব বন্দ্যোপাধ্যায় অবশ্য জানিয়েছেন, ধোনির পরিবারের সদস্যরাই আর চান না ধোনি খেলা চালিয়ে যাক ৷ এখনই অবসর নিক ধোনি, এমনটাই চান ধোনির বাবা-মা ৷ তবে ধোনির ছোটবেলার কোচ তার পরিবারকে জানিয়েছেন, ৩৮ বছর বয়সী ধোনি আরও একবছর অনায়াসে খেলা চালিয়ে যেতে পারেন ৷ অন্তত ২০২০ সালের অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ধোনি খেলা চালিয়ে যেতে পারেন ৷
বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ