মহেন্দ্র সিং ধোনির সাময়িক অবসরে ভারতের ওয়ান ডে এবং টি-২০ দলে তিনিই একমাত্র উইকেটকিপার। টেস্ট সিরিজের দলে তার সঙ্গে ঋদ্ধিমান সাহা থাকলেও ফার্স্ট চয়েস তিনিই। সুতরাং ওয়েস্ট ইন্ডিজ সফর ঋষভ পন্তের কাছে তিন ফর্ম্যাটেই নিজেকে প্রমাণ করার সেরা সুযোগ বলে মনে করছেন দলের অধিনায়ক বিরাট কোহলি। খবর কলকাতা 24x7 এর।
আজ শনিবার ফ্লোরিডায় লডারহিলে টি-২০ ম্যাচ দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সফর শুরু করছে ভারত। বিশ্বকাপের পর এটাই কোহলিদের প্রথম ম্যাচ। বিশ্বকাপের পর বাইশ গজ থেকে সাময়িক বিরতি নিয়ে সীমান্তে বন্দুক হাতে টহলে মন দিয়েছেন ধোনি। এর আগে, দু’মাস ক্রিকেট থেকে বিশ্রাম নিয়ে সেনাবাহিনীর সঙ্গে কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এদিকে ম্যাচের আগে পন্ত সম্পর্কে কোহলি বলেন, ‘পন্ত অনেক দিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সফর ওর সামনে দারুণ সুযোগ। আমরা ওর দক্ষতা জানি, কিন্ত ভারতীয় দলে ওকে ধারাবাহিকতা ধরে রাখতে হবে। ধোনির অভিজ্ঞতা অবশ্যই একটা ফ্যাক্টর। তবে পন্তের মতো এক তরুণের সামনে নিজেকে প্রমাণ করার সেরা সুযোগ এটা।
বিডি-প্রতিদিন/শফিক