২২ আগস্ট, ২০১৯ ১৪:৪৫

নেইমারকে কটূক্তি করায় পিএসজিকে জরিমানা

অনলাইন ডেস্ক

নেইমারকে কটূক্তি করায় পিএসজিকে জরিমানা

সব সময়ই খবরের শিরোনামে ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়র। সম্প্রতি ইনজুরি-বিতর্কে প্রায়ই শিরোনাম হচ্ছেন তিনি। ফুটবল বিশ্বে বর্তমানে আলোচনায় তিনিই আছেন শীর্ষে। কারণ বর্তমান দল পিএসজিতে থাকতে চান না তিনি। ফিরে যেতে যান আগের দল বার্সেলোনায়। কিন্তু এবার তার জন্যই জরিমান গুণতে হলো পিএসজিকে। এতে তার কোনো দায় নেই। কেননা তাকে উদ্দেশ্য করে দর্শকরা কটূক্তি এবং আপত্তিকর ব্যানার মাঠে নেওয়ার কারণেই জরিমানা গুনতে হয়েছে পিএসজিকে।

গত ১২ আগস্ট ফ্রেঞ্চ লিগ ওয়ানে নিমের বিপক্ষে ম্যাচে ছিলেন না নেইমার। সে ম্যাচে ৩-০ গোলে জেতে পিএসজি। তবে সেদিন গ্যালারিতে দেখা যায় দুইটি ব্যানার। যেখানে লেখা ছিলো ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে পিএসজি ছাড়ার পরামর্শ এবং তার আচার আচরণে দর্শকদের অসন্তুষ্টির কথা।
 
কিন্তু এ দুই ব্যানারকে সহজভাবে নেয়নি ফরাসি পেশাদার ফুটবলারদের সংগঠন। তাই তারা দর্শকদের এমন আচরণের কারণে পিএসজিকে ২০০০ ইউরো জরিমানা করেছে। একই সঙ্গে ভবিষ্যতের জন্য সতর্কও করা হয়েছে ফ্রেঞ্চ লিগের বর্তমান চ্যাম্পিয়নদের।

এদিকে এখনও পর্যন্ত চলতি মৌসুমে পিএসজির জার্সি গায়ে নামা হয়নি নেইমারের। কখনও বার্সেলোনা, আবার কখনও রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার খবর চাউর হচ্ছেন প্রতিনিয়ত। শেষপর্যন্ত কোন ক্লাবে যান নেইমার সেটিই এখন দেখার বিষয়।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর