২৫ আগস্ট, ২০১৯ ০১:৫৯

ফিফায় প্রথমবারের মতো বাংলাদেশি দুই নারী রেফারি

অনলাইন ডেস্ক

ফিফায় প্রথমবারের মতো বাংলাদেশি দুই নারী রেফারি

সালমা ইসলাম ও জয়া চাকমা (সংগৃহীত ছবি)

বাংলাদেশের প্রথম নারী হিসেবে ফিফায় রেফারি নিয়োগ পেয়েছেন দুই সাবেক ফুটবলার জয়া চাকমা ও সালমা ইসলাম মনি। আগামী বছরের জানুয়ারি থেকে ফিফার তালিকাভুক্ত হবেন তারা। তখন থেকে ফিফা আয়োজিত আন্তর্জাতিক ফুটবল ম্যাচ পরিচালনা করতে পারবেন বাংলাদেশের এই দুই নারী রেফারি। 

২০১০ সাল থেকে জয়া রেফারি হিসেবে ক্যারিয়ার শুরু করলেও সালমা শুরু করেন ২০১৩ থেকে। এতদিন শুধু দেশের ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন টুর্নামেন্টে ম্যাচ পরিচালনা করেছেন তারা। তবে ফিফায় নিয়োগ প্রাপ্তির পর এখন আন্তর্জাতিক অঙ্গনে দেখা যাবে এই দুই রেফারিকে।

ফিফার রেফারি নিয়োগ পরীক্ষায় জয়া ও মনির উত্তীর্ণের বিষয়টি নিশ্চিত করেছে ফিফা।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর