প্রথম ওভার থেকে এক প্রান্তে তাইজুল ইসলামকে টানা বোলিং করালেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। অধিনায়কের আস্থার প্রতিদানও দিয়েছেন তিনি। ইহসানউল্লাহ জানাতের পর আরেক আফগান ওপেনার ইব্রাহীম জাদরানকেও ফিরিয়েছেন তাইজুল ইসলাম। এরপরে বোলিংয়ে এসেই উইকেট তুলে নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। হাশমতউল্লাহ শাহীদিকে সৌম্য সরকারের তালুবন্দি করেন তিনি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩২ ওভার ৪ বলে ৩ উইকেট হারিয়ে ৭৭ রান করেছে আফগানিস্তান।
দলীয় ১৯ রানে ইহসানউল্লাহকে সরাসরি বোল্ড করে সাজঘরে ফেরান তাইজুল। এরপর ইব্রাহিম জাদরানকে নিয়ে প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠছিলেন রহমত শাহ। তাতেও বাদ সাদলেন তিনি। ইব্রাহিমকে তুলে নিয়ে সেই জুটি ভাঙলেন বাংলাদেশ বিশেষজ্ঞ স্পিনার।
উইকেটের সেঞ্চুরি স্পর্শ করার জন্য মাত্র একটি উইকেটের দরকার ছিল বাংলাদেশ টেস্ট স্পেশ্যালিস্ট স্পিনার তাইজুল ইসলামের। বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টে টস হেরে ফিল্ডিংয়ে নামার পর সেটা কেবল সময়ের অপেক্ষা মনে হচ্ছিল। হলোও তাই। ইনিংসের ১২তম ওভারের দ্বিতীয় বলে আফগান ওপেনার ইহসানুল্লাহকে বোল্ড করে সেই সেঞ্চুরি পূর্ণ করেন তাইজুল। আর এর মধ্যে দিয়ে সাকিব ও মোহাম্মদ রফিকের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে ১০০টি উইকেটের নেওয়ার কৃতিত্ব দেখালেন এই স্পিনার।
ইহসানউল্লাহকে শিকার ছিল তাইজুলের টেস্ট ক্যারিয়ারের ১০০তম উইকেট। ইব্রাহিমকে বিদায় করে 'সেঞ্চুরি' ছাড়িয়ে গেলেন তিনি। দীর্ঘ পরিসরের ক্রিকেটে তার ঝুলিতে এখন উইকেট সংখ্যা ১০১।
বিডি প্রতিদিন/এনায়েত করিম