যুক্তরাস্ট্রের ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলসে চিলির বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামছে আর্জেন্টিনা ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শুক্রবার সকাল সাড়ে ৮টায়। নিষেধাজ্ঞা থাকায় এই ম্যাচে খেলতে পারবেন না লিওনেল মেসি।
দুই দলের সবশেষ দেখায় জয় পেয়েছিল আর্জেন্টিনা। তাই কিছুটা আত্মবিশ্বাসী দলটি। এদিকে, মেসি না থাকায় এই সুযোগ কাজে লাগিয়ে জেতার সংকল্প করছে চিলি। দু'দলের ২৩ বারের দেখায় ১৪ টি ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা। আর চিলির ঝুলিতে রয়েছে মাত্র ৫টি জয় ।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ