বাবা ফুটবলের জাদুকর। এক কথায় গোলের মেশিন। বিশ্বখ্যাত লিওনেল মেসি। আর তার একরত্তি ছেলের মধ্যেও যদি তারই ছায়া ধরা পড়ে, তাহলে তা তো খবর হবেই। ছোট থেকেই বাবার আদব-কায়দা অনুসরণ করতে দেখা গেল মেসির ছেলে মাতিয়োকে। তবে শুধুই অনুসরণ, নাকি এটা রক্তের গুণ, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
মেসির স্ত্রী আন্তোলেনা রোকুজো একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর থেকেই তা নিয়ে হইচই পড়ে গেছে।
স্প্যানিশ ভাষায় ক্যাপশনে তিনি লিখেছেন, 'হ্যাপি বার্থ ডে মাই লাভ। সারা জীবন আনন্দে থাকো এটাই প্রার্থনা করি আর সব সময় এমনই মিষ্টি থেকে আমাদের জীবন ভরিয়ে রেখো।'
ভিডিওতে মাতিয়োকে পেনাল্টিতে গোল করতে দেখা যাচ্ছে। তবে তার পরের দৃশ্যটিই সবার নজর কেড়েছে। বার্সেলোনা স্টার গোল করার পর ঠিক যেভাবে সেলিব্রেট করেন, ঠিক একই রকম ভঙ্গিতে গোল সেলিব্রেট করতে দেখা গেল তার পুত্রকে।
বিডি প্রতিদিন/আরাফাত