জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব ১৭) এ সদর উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে ইটাখোলা ইউনিয়ন দল।
রবিবার বিকেলে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে কচুকাটা ইউনিয়ন দলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা।
খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নুর।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বক্তব্য দেন। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার এলিনা আকতার।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বলেন, সদর উপজেলার ১৫টি ইউনিয়নের ১৫টি দল উপজেলা পর্যায়ের খেলায় অংশ করে।
বিডি-প্রতিদিন/মাহবুব