২০ সেপ্টেম্বর, ২০১৯ ২০:১৭

জিম্বাবুয়ের সামনে ১৫৬ রানের টার্গেট আফগানিস্তানের

অনলাইন ডেস্ক

জিম্বাবুয়ের সামনে ১৫৬ রানের টার্গেট আফগানিস্তানের

ফাইল ছবি

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ম্যাচে আজ মুখোমুখি জিম্বাবুয়ে-আফগানিস্তান। শুক্রবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় সন্ধ্যা সাড়ে ৬ টায়। এ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক রশিদ খান। 

প্রথমে ব্যাট করে আফগানিস্তান নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৫ রান করে। দলের হয়ে সর্বোচ্চ ৬১ রান করেন রহমানউল্লাহ। এই ম্যাচ জিততে হলে তাই জিম্বাবুয়েকে এখন ১৫৬ রান করতে হবে।

এই ম্যাচের আগেই সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী আফগানিস্তান। তবে নিয়মরক্ষার এই ম্যাচটি জিম্বাবুয়ের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ম্যাচের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন জিম্বাবুয়ের তারকা ব্যাটসম্যান ও দলটির অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা।

 

বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর