৮ নভেম্বর, ২০১৯ ১১:৫০

যে কারণে ভারতীয়দের তোপের মুখে পড়েছেন ঋষভ

অনলাইন ডেস্ক

যে কারণে ভারতীয়দের তোপের মুখে পড়েছেন ঋষভ

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচে নড়বড়ে কিপিং করে ভারতীয়দের হাসির খোরাক হয়েছেন ঋষভ পন্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে চলছে সমালোচনা।

রাইট আর্ম ওভার নামের একটি টুইটার থেকে এসেছে সবচেয়ে হাস্যকর সমালোচনা। সনি টিভির রিয়্যালিটি শো'র একটি ভিডিও শেয়ার করে বোঝানো হয়েছে, মহেন্দ্র সিং ধোনি এই কিপিং দেখলে কী করতেন।

ভিডিওতে দেখা গেছে, বিচারক নিজের গালে নিজেই চড় মারছেন!

নয়াদিল্লির প্রথম টি টোয়েন্টি ম্যাচে রিভিউ নিতে হবে কি না, সে ব্যাপারে অধিনায়ক রোহিতকে ঠিকমতো পরামর্শ দিতে পারেননি ঋষভ।

তার জন্য রোহিত হাসির ছলে তাকে কটাক্ষও করেন। সেই ভিডিও ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। রাজকোটে ভারতের ‘ডু অর ডাই’ ম্যাচেও ঋষভ একই রকম নাজুক ছিলেন। ওপেনার লিটন দাসকে আগেভাগে ফেরাতে ব্যর্থ হন।

বাংলাদেশ প্রথম ম্যাচে দারুণ জয় পাওয়ার পর দ্বিতীয় ম্যাচে হেরে গেছে। টস জিতে বৃহস্পতিবার ফিল্ডিং নেন রোহিত। দুর্দান্ত শুরু করেন বাংলাদেশের দুই ওপেনার।

ম্যাচের ষষ্ঠ ওভারে যুজবেন্দ্র চাহালের বলে এগিয়ে এসে মারতে যান লিটন। বলের লাইন বুঝতে পারেননি তিনি। কিন্তু স্টাম্প পার হওয়ার আগেই বলটি ধরেন ঋষভ। তৃতীয় আম্পায়ার নো বল ডাকেন। পরে অবশ্য লিটনকে রানআউট করেন ওই ঋষভই।

নিশাত বাড়ৈ নামের একজন লিখেছেন, ‘একেই আবার ধোনির বিকল্প ভাবা হচ্ছে। এতো তালগোল পাকাল।’

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর