২০ জানুয়ারি, ২০২০ ০৯:১৬

কেউ বলতে পারবে না দুর্বল অস্ট্রেলিয়াকে হারিয়েছি: রবি শাস্ত্রী

অনলাইন ডেস্ক

কেউ বলতে পারবে না দুর্বল অস্ট্রেলিয়াকে হারিয়েছি: রবি শাস্ত্রী

ফাইল ছবি

শেষ বার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে ২-০ এগিয়ে থেকে ওয়ানডে সিরিজ হেরেছিল ভারত। এবার ০-১ পিছিয়ে থাকার পরে দুর্দান্ত প্রত্যাবতন ঘটিয়ে ২-১ সিরিজ জিতে নিল ভারত।

এদিন টস জিতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২৮৬ রান তোলে অস্ট্রেলিয়া। লড়াকু শতরান করেন স্টিভ স্মিথ। পাল্টা ব্যাট করতে নেমে ভারত ৪৭.৩ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ২৮৯ রান তুলে ম্যাচ জিতে যায়। 

এ জয়ের পর ভারতের কোচ রবি শাস্ত্রী বলেন, এই দলের চারিত্রিক দৃঢ়তাই আলাদা। কেউ বলতে পারবে না আমরা দুর্বল অস্ট্রেলিয়ার সঙ্গে খেলে জিতেছি। প্রথম ম্যাচে আমরা বিধ্বস্ত হয়েছিলাম। তারপরে ছেলেরা ঘুরে দাঁড়াল এভাবে। মাথায় রাখতে হবে অস্ট্রেলিয়া কিন্তু তিনটে ম্যাচেই টস জিতেছে। বিরাট আর রোহিত খুব ভাল খেলল। কোনও দল যদি ভাবে শেষ ১০ ওভারে আমাদের আক্রমণ করবে, তবে আমরা তার জন্য তৈরি আছি। আমাদের আক্রমণে যথেষ্ট বৈচিত্র আছে। খেলাটা হয়তো ১৩০ বছরের পুরনো, কিন্তু এখনও ইয়র্কারই বিশ্বের সেরা বল।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর