শিরোনাম
২৪ ফেব্রুয়ারি, ২০২০ ১৮:০০
তৃতীয় দিন শেষ

মিরপুর টেস্টে চালকের আসনে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

মিরপুর টেস্টে চালকের আসনে বাংলাদেশ

শেষ বিকেলের কয়েক ওভার জিম্বাবুয়েকে ব্যাটিং করানোর লক্ষ্যে মুশফিকুর রহিমের ডাবল সেঞ্চুরির পরপরই ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। নিজেদের এ পরিকল্পনা পুরোপুরি কাজে লাগাতে সক্ষম মুমিনুল হক বাহিনী। তৃতীয় দিনের তৃতীয় সেশনে মাত্র ৫ ওভারের জন্য জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে নামিয়ে দুই উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। দুটি উইকেটই নিয়েছেন নাঈম ইসলাম, তাও আবারও টানা দুই বলে। আর এই দুই উইকেট হারিয়ে তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে সফরকারীদের সংগ্রহ ৯ রান। আগামীকাল মঙ্গলবার বাংলাদেশের প্রথম ইনিংস থেকে ২৮৬ রান পিছিয়ে থেকে চতুর্থ দিন শুরু করবে জিম্বাবুয়ে।

স্বাভাবিক ম্যাচের তৃতীয় দিন শেষে এখন চালকের আসনে স্বাগতিকরা। মুশফিকের ডাবল সেঞ্চুরি, মুমিনুল হকের সেঞ্চুরি, নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসের হাফসেঞ্চুরিতে ভর করে ৬ উইকেটে ৫৬০ রানের পাহাড় গড়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ের করা ২৬৫ রানের জবাবে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ২৯৫ রান। দ্বিতীয় ইনিংসে ৯ রান তোলা সফরকারীরা বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে এখনও ২৮৬ রান পিছিয়ে।

বিডি-প্রতিদিন/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর