৩০ মার্চ, ২০২০ ১৮:২৩

শঙ্কিত অবস্থায় ক্রিকেট চান না বাউচার-বেয়ারস্টো

অনলাইন ডেস্ক

শঙ্কিত অবস্থায় ক্রিকেট চান না বাউচার-বেয়ারস্টো

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রার্দুভাবে চলতি মাসে কিছু ম্যাচ রূদ্ধদার বা দর্শকশূন্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এরপর করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় অনেক দেশের ক্রিকেট স্থগিত হয়ে পড়ে। এখনো কেউই বলতে পারছে না, কবে নাগাদ শুরু হতে পারে ক্রিকেট। 

তবে সম্প্রতি ইংল্যান্ড অ্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) রূদ্ধদার অবস্থাতে হলেও ক্রিকেট শুরুর ইঙ্গিত দিয়েছে। কিন্তু এই সিদ্ধান্তের সাথে একমত নন ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান মার্ক বাউচার ও বর্তমান খেলোয়াড় জনি বেয়ারস্টো।

বাউচারের মতে বর্তমান ভয়াবহ পরিস্থিতির পুরোপুরি অবসান না হওয়া পর্যন্ত ক্রিকেট শুরু করাটা উচিত হবে না। এতে খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করাটা কঠিন হয়ে পড়বে।

স্কাই স্পোটর্স নিউজকে তিনি আরও বলেন, ‘রূদ্ধদার অবস্থায় ক্রিকেট খেলা আর্দশ নয়। টিভিতে দর্শক অবশ্যই অনেক বেশি হবে। কিন্তু আপনাকে খেলোয়াড়দের সুরক্ষার কথা ভাবতে হবে।’

বাউচারের সাথে সুর মিলিয়ে কথা বলেছেন বেয়ারস্টোও। তিনি বলেন, ‘আমি আশা করছি, করোনাভাইরাস শেষে এই গ্রীস্মেই ক্রিকেট তার পুরনো চেহারায় ফিরবে। অবশ্যই পুরো স্টেডিয়াম ভর্তি অবস্থায়।’

এরপর যুক্তি দিয়ে নিজেই একটি প্রশ্ন তুলেন, সেটির উত্তরও বলে দেন বেয়ারস্টো। তিনি বলেন, ‘এটি কখনও বাস্তবসম্মত হয়, কেন একটি ড্রেসিংরুমে খেলোয়াড়রা শঙ্কা নিয়ে সময় কাটাবে? আবার দূরত্ব রেখে ম্যাচ নিয়ে আলোচনা ও পরিকল্পনা করবে? আমার উত্তর হচ্ছে- কোনোভাবেই না। আমি কয়েক হাজার ড্রেসিংরুমে ছিলাম এবং কেউই কখনো দুই মিটার দূরত্বে ছিল না।’

তিনি আরও বলেন, ‘এখন আমাদের শুধু অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে। এই মূর্হুতে কোনো আন্তর্জাতিক বা ঘরোয়া ক্রিকেট আশা করাই কঠিন। আমরা জানি না, কিভাবে রূদ্ধদার অবস্থায় খেলা চলবে এবং দুই মাসের মধ্যে ভক্তদের সামনে শুরু হবে।’

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর