টাইগারদের সাবেক বোলিং কোচ কোর্টনি ওয়ালশ এখন নিজ দেশ ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে যোগ দিয়েছেন। তার চুক্তির মেয়াদ ২০২২ সাল পর্যন্ত।
এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। আসন্ন নারী বিশ্বকাপ এবং নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দল সাজাবেন তিনি।
দায়িত্ব পাওয়ার পর ওয়ালশ বলেন, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের উন্নয়নে আমি সব সময়ই কোনো না কোনো প্রতিদান দিতে চেয়েছি। দলে জয়ের সংস্কৃতি আনতে আমার অভিজ্ঞতা, খেলাটি থেকে যা যা শিখেছি এবং সাংগঠনিক ক্ষমতা কাজে লাগবে বলে মনে করি।
সর্বশেষ চলতি বছরের শুরুর দিকে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ নারী দলের অন্তর্বর্তীকালীন সহকারী কোচ হিসেবে কাজ করেছেন ওয়ালশ।
২০১৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত ক্যারিবীয় নারী দলের জ্যেষ্ঠ নির্বাচক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। ফলে তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আসন্ন বিশ্বকাপে সাফল্য পেতে চায় ক্যারিবীয় ক্রিকেট বোর্ড।
২০১৬ সালের আগস্ট থেকে ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচ হিসেবে কাজ করেছেন ওয়ালশ।
কোচ হিসেবে অবশ্য ওয়ালশের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি জ্যামাইকা তালাওয়াস এবং সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসেও যুক্ত ছিলেন তিনি।
এছাড়া ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ এবং অনূর্ধ্ব-১৫ দলের টিম ম্যানেজার হিসেবেও কাজ করেছেন ওয়ালশ। জ্যামাইকা ক্রিকেট অ্যাসোসিয়েশনের বোলিং পরামর্শক হিসেবে কাজ করারও অভিজ্ঞতা আছে তার।
বিডি প্রতিদিন/এমআই