করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। মহামারি করোনার ছোবলে দিশেহারা ক্রীড়াঙ্গন। ফুটবল জগতেও হানা দিয়েছে প্রাণঘাতী এই ভাইরাস। আয়াক্সের ১১ জন ফুটবলার করোনা আক্রান্ত। এ খবর নিশ্চিত করেছে দলের কোচ এরিক টেন হাগ।
মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে ডেনমার্কের ক্লাব মিতইউলাইনের বিপক্ষে মাঠে নামবে আয়াক্স। এ ম্যাচের জন্য সোমবার ১৭ জনের দল ঘোষণা করে তারা। কিন্তু মাঠে নামার আগেই বড় ধাক্কা খেল ডাচ চ্যাম্পিয়নরা। তবে আক্রান্ত ফুটবলার কারো নাম প্রকাশ করেনি ক্লাব কর্তৃপক্ষ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ