আসছে মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের নতুন ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেলেন দেশটির সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান লুক রঞ্চি। যদিও জাতীয় দলের কোচিং প্যানেলে আগেও কাজ করেছেন তিনি। এমনকি ২০১৯ ওয়ানডে বিশ্বকাপেও তিনি ছিলেন।
কিউইদের হয়ে ৪টি টেস্ট, ৮৫টি ওয়ানডে ও ৩৩টি টি-টোয়েন্টি খেলা রঞ্চি এখন প্রধান কোচ গ্যারি স্টিড ও বোলিং কোচ শেন জার্গেনসনদের সঙ্গে সময় কাটাবেন। যেখানে এই দু'জনই বছরের শুরুতে নিজেদের পদে নতুনভাবে চুক্তি করেছিলেন।
আগামী ২ সপ্তাহের মধ্যেই নিজের কাজে যোগ দেবেন রঞ্চি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ