ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে শোচনীয় হার হয়েছে ভারতের। ইতিমধ্যেই বিরাট কোহলির অধিনায়কত্ব নিয়ে উঠেছে প্রশ্ন। আজিংকা রাহানেকে দায়িত্ব দেওয়ার দাবিও উঠেছে। ব্যর্থতার সময়ে সকল নেতিবাচক দিকগুলো সামনে চলে আসে, কোহলির ক্ষেত্রেও সেটাই হচ্ছে।
আম্পায়ার নীতিন মেননের সঙ্গে অশালীন ব্যবহার করার অভিযোগ উঠল কোহলির বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে। তাতে বিরাট কোহলিকে বলতে শোনা যাচ্ছে, "এই মেনন, এটা কী হচ্ছে?" আসলে ইংলিশ ব্যাটসম্যানদের রান নেওয়ার সময় ক্রিজের ওপর দিয়ে দৌড়নো নিয়ে চরম অসন্তুষ্ট হন কোহলি। আম্পায়ার মেননকে তিনি বলেন, 'এই মেনন, এটা কী হচ্ছে, ওরা তো পিচের ওপর দিয়ে দৌড়চ্ছে।'
অভিযোগ করা নিয়ে কোনও সমস্যা নেই। কিন্তু যে রকম আক্রমণাত্মক ভঙ্গিতে তিনি মেননকে সম্বোধন করেন, তা নিয়েই উঠছে প্রশ্ন। ক্রিকেট মাঠে আম্পায়ারকে এভাবে সম্বোধন করা কোড অফ কন্ডাক্ট অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। অবশ্য ৩৭ বছর বয়সি মেনন ম্যাচ রেফারিকে এ নিয়ে কোনও অভিযোগ জানিয়েছেন বলে খবর পাওয়া যায়নি। এক সময় ভারতের মধ্যপ্রদেশের হয়ে লিস্ট-এ ক্রিকেট খেলেছেন তিনি। কিন্তু দ্রুতই আম্পায়ারিংকে পেশা হিসেবে বেছে নিয়েছেন।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ