২ মার্চ, ২০২১ ১১:২২

কোয়ারেন্টাইনে কী করছেন তামিম?

অনলাইন ডেস্ক

কোয়ারেন্টাইনে কী করছেন তামিম?

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে পৌছেছে বুধবার। ক্রাইস্টচার্চে প্রথম সাতদিন ঘরবন্দি থাকতে হচ্ছে ক্রিকেটারদের। প্রথম দু'দিন একেবারেই রুমে ছিলেন টাইগাররা। ৪৮ ঘণ্টা পর ৩০-৪০ মিনিট করে হাঁটার সুযোগ দেওয়া হয় ক্রিকেটারদের। 

নিউজিল্যান্ডে গিয়ে নিজের কোয়ারেন্টাইন অভিজ্ঞতা শেয়ার করলেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। জানালেন কোয়ারেন্টাইনে তাঁর সঙ্গী বিভিন্ন ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম। 

বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় তামিম বলেন, ‘এটা তো (কোয়ারেন্টাইন নিয়ম) এখন আসলে মেনে নিতে হবে। যেখানেই যাব সেখানেই এই নিয়ম-কানুন থাকবে। সেটি মেনে নিতেই হবে। ২৪ ঘণ্টার মধ্যে সাড়ে ২৩ ঘণ্টাই রুমে থাকতে হয়। সৌভাগ্যবশত রুমের মধ্যে সাইকেল দিয়েছে। আমরা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারি, সাইক্লিং এখানে আমরা করতে পারি। তাছাড়া আমার সময় কাটছে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম এসব দেখেই। এ ছাড়া ঘুম কিংবা খাওয়া-দাওয়া ছাড়া অন্য কিছু করার নেই।’

প্রথম দুদিন পর সতীর্থদের সঙ্গে মুক্তবাতাসে বের হওয়ার অভিজ্ঞতা নিয়ে অধিনায়ক বলেন, ‘প্রথমবারের মতো যখন ফ্রেশ এয়ারে গিয়েছিলাম একটু আজবই লাগছিল। কারণ, দুই-তিন দিন আমরা রুমের মধ্যে ছিলাম। তারপর হঠাৎ করে আমাদের অনুমতি দেওয়া হলো। তখন সবার সঙ্গে দেখা হয়ে ভালো লাগল। মনে হলো, অনেক বছর পর একেকজনকে দেখছি। যেহেতু নিচে ফ্রেশ এয়ারের জন্য একটা গ্রুপ সেট করা থাকে, পাঁচ-সাত জনের গ্রুপে আমরা যাই। তো এখনও অনেকে আছে যাদের সঙ্গে আমাদের দেখা হয়নি। তো যেটা বললাম, এটা ডিফারেন্ট, চ্যালেঞ্জিং, তবে সময় কেটে যাচ্ছে।’


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর