ইনজুরি কাটিয়ে প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) হয়ে লিওনেল মেসি গোলের দেখা পাওয়ায় খুশি আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি। তিনি বলেছেন, ‘পিএসজির হয়ে তাকে ভালো খেলতে দেখেছি। সে দায়িত্ব দারুণভাবে পালন করেছে। আমরা খুশি। আমি জানতাম, তার সেরে উঠতে কয়েকদিন সময় লাগবে। ফেরার পর মেসিকে স্বাভাবিক লেগেছে, ভালোভাবে ম্যাচ শেষ করেছে।’
২০২২ বিশ্বকাপের বাছাইপর্বে আগামী ৭ অক্টোবর প্যারাগুয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। পরে ১১ অক্টোবর উরুগুয়ে এবং ১৪ অক্টোবর আর্জেন্টিনার প্রতিপক্ষ পেরু।
জাতীয় একাদশে নিয়মিত পরিবর্তনে বিশ্বাসী স্কালোনি। তার মতে, সবসময় একরকম খেলা সম্ভব হয় না। পরিস্থিতি বুঝে বিভিন্ন কৌশল খাটাতে খেলোয়াড়দের ব্যবহার করতে হয়। তিনি জানিয়েছেন, সামনের ম্যাচগুলোতে কারও বিষয়ে নিশ্চিত করে কিছু বলবেন না। তবে মেসি যে আর্জেন্টিনার একাদশে থাকছেন এটা নিশ্চিত।
বিডি প্রতিদিন/ফারজানা