ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত বুধবার (২৯ সেপ্টেম্বর) হাসপাতালে ভর্তি হন পাকিস্তানের অল-রাউন্ডার মোহাম্মদ হাফিজ। এরপর অনিশ্চয়তা দেখা দেয় মোহাম্মদ হাফিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়েও। তবে বিশ্বকাপের আগে এ লড়াইয়ে জিতেছেন হাফিজ, অনুশীলনেও নেমেছেন। সোমবার সুস্থ হয়ে হাফিজ নেমেছেন ব্যাটে-বলে নিজেকে প্রস্তুত করার জন্য।
ডেঙ্গু আক্রান্ত হবার আগে রাওয়ালপিন্ডিতে টিম হোটেলে ফুড পয়জনিংয়ের সমস্যায়ও ভোগেন তিনি। শেষ পর্যন্ত সকল সমস্যা কাটিয়ে আবারও পাকিস্তানের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে খেলতে ফিটনেসের পরীক্ষা দিয়েছেন তিনি। সব ঠিক থাকলে যোগ দেবেন পাঞ্জাব দলের সঙ্গে। ন্যাশনাল টি-টোয়েন্টি কাপের প্রথম পর্ব শেষে দ্বিতীয় পর্ব শুরু হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ ১১৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। ১৪ ফিফিটিতে ২ হাজার ৪২৯ রান ও ৬০টি উইকেট রয়েছে তার।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ