আবারও বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কত্ব দেওয়া হয়েছে সাকিব আল হাসানকে। আর বেছে বেছে ম্যাচ খেলা সাকিব যে সিরিজে থাকবে না তার পরিবর্তে সহ-অধিনায়ক লিটন দাস অধিনায়কের ভূমিকা পালন করবেন। সে কারণেই লিটনকে সাকিবের ডেপুটি করা হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বৃহস্পতিবার মিরপুরে বোর্ড মিটিং শেষে বলেন, আগে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি কোনো সংস্করণেই সহ-অধিনায়ক ছিল না। এখন টেস্টে সহ-অধিনায়ক করা হয়েছে, ভবিষ্যতে ওয়ানডে ও টি-টোয়েন্টিতেও করা হবে।
বিসিবি সভাপতি আরও বলেন, টেস্টে সহ-অধিনায়কের জন্য লিটন ছাড়াও আরও দুটি নাম এসেছিল। এমনকি কে অধিনায়ক হবে, সেটিও নিশ্চিত ছিল না। তিনজনের মধ্যে একজনকে অধিনায়ক ও একজনকে সহ-অধিনায়ক করা হবে- এমন সিদ্ধান্ত ছিল। সাকিব যদি না হতো, তাহলে এখানে অন্য দুজন হতো অধিনায়ক ও সহ-অধিনায়ক।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ