গত বৃহস্পতিবার (২ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম স্পোর্ট-বাইবেল একটি প্রতিবেদনে দাবি করে, পিএসজিতে চুক্তি নবায়নের পরে তারকা খেলোয়াড় এমবাপ্পে দলটির কোচ মরিসিও পচেত্তিনো, নেইমার ও আরও ১২ জন খেলোয়াড়কে দল থেকে বাদ দিতে চান। পাশাপাশি পিএসজিতে চুক্তি নবায়নের ফলে তাকে ক্লাবের ক্রীড়া প্রকল্পের যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে- এমন গুঞ্জনও রয়েছে।
তবে ফরাসি ফরোয়ার্ড সাফ জানিয়ে দেন, খবরটা ভুয়া। এক শব্দের এক টুইটেই গুঞ্জন রটনাকারীদের ঠাণ্ডা করে দিয়েছেন ফরাসি তারকা। স্পোর্ট-বাইবেলকে ট্যাগ করে এমবাপ্পে শুধু লিখেছেন- ‘ভুয়া’।
সেই টুইটের পর দ্রুত ওয়েবসাইট থেকে তাদের আগের প্রকাশিত প্রতিবেদন প্রত্যাহার করে নেয় স্পোর্ট-বাইবেল। এদিকে, গোল ডটকম তাদের এক সূত্রে জানিয়েছে, এই গ্রীষ্মে উপযুক্ত প্রস্তাব পেলে নেইমারকে ছেড়ে দিবে পিএসজি। যদিও নেইমারের নিজ থেকে ক্লাবটি ছেড়ে যাওয়ার ইচ্ছা নেই। সূত্র : গোল ডটকম
বিডি প্রতিদিন/আবু জাফর