এবার আইপিএলে হার্দিক পান্ডিয়া গুজরাট টাইটানসের জার্সিতে দূরন্ত কামব্যাক করেছেন। সেই সঙ্গে এই টুর্নামেন্টটি তার কাছে নতুন করে স্বপ্নের শুরু ছিল। কারণ আইপিএল অভিষেকেই চ্যাম্পিয়ন হয় গুজরাট।
হার্দিককে মুম্বাই ইন্ডিয়ান্স রিটেক না করায় তিনি টাইটানসকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পান। প্রথমবার এই সুযোগ তার কাছে আসে এবং ১০ দলের এই টুর্নামেন্টে হার্দিক দক্ষতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রশংসিত হন। আহমেদাবাদে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে এক লাখ পাঁচ হাজার দর্শকের সামনে রাজস্থান রয়্যালসকে সাত উইকেটে হারায় গুজরাট। ফাইনালে অলরাউন্ডার হার্দিক তিন উইকেট নেওয়ার পাশাপাশি ৩৪ রান করেন।
পিঠের চোট সারিয়ে উঠে হার্দিক এই বছর আইপিএলে পুরনো ছন্দে ফিরেছেন। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই পিঠের চোটের কারণেই তিনি জাতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন। তবে এবার আইপিএলে ১৫ ম্যাচে ৪৮৭ রান করেছেন এবং আট উইকেট নিয়ে নিজের ফিটনেসের প্রমাণও দিয়েছেন। এর ফলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও জাতীয় দলে ফেরেন হার্দিক।
চোটের কারণে তাকে ছিটকে যেতে হলেও হার্দিক দাবি করেছেন, ‘দীর্ঘ বিরতি’ নেওয়াটা তার নিজের সিদ্ধান্ত ছিল। গুজরাট টাইটানস টুইটারে একটি ভিডিও শেয়ার করেছে, যেখানে হার্দিককে বলতে শোনা যায়, “অনেক মানুষ জানেন না যে, আমি টেক অফ করেছি, এটা আমার সিদ্ধান্ত। অনেকেরই ভুল ধারণা হল যে, আমাকে বাদ দেওয়া হয়েছে। আপনি যখন উপলব্ধ থাকবেন, তখন আপনি বাদ পড়বেন। বিসিসিআই-কে ধন্যবাদ কারণ তারা আমাকে দীর্ঘ বিরতি নেওয়ার অনুমতি দিয়েছে। এমনকি আমাকে ফিরে আসতে বাধ্য করেনি।”
হার্দিক শেষবার ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিলেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তিনি জাতীয় দলের নেতৃত্বও পেতে পারেন। এই জুনে দু’টি টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে ভারত।
হার্দিক আরও বলেছেন, “পুরনো হার্দিক ফিরে আসবে। এখন ভক্তরা ফিরে এসেছে, আমার প্রত্যাবর্তনের সময় এসেছে। অনেক ম্যাচ খেলা হবে এবং আমি এটির জন্য অপেক্ষা করছি। আমি আমার ফ্র্যাঞ্চাইজির জন্য যা করেছি, আমি সেটা দেশের জন্যও করব।” সূত্র: হিন্দুস্তান টাইমস
বিডি প্রতিদিন/কালাম