ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও টি-২০ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ এবং টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। গতকাল অনুশীলনের পর মিডিয়ার মুখোমুখিতে তামিমের ব্যাটিং অর্ডার নিয়ে কথা বলেন জাতীয় দলের প্রধান কোচ জেমি সিডন্স। দেশসেরা ওপেনার ও ওয়ানডে অধিনায়ক তামিমকে মিডল অর্ডারে ব্যাটিং চান ব্যাটিং কোচ।
সিডন্স মনে করেন তামিম হতে পারেন চার নম্বরের আদর্শ ব্যাটার, ‘ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেনি বা ‘এ’ দলে কিংবা টাইগার্সে পারফর্ম করছে না, এমন কাউকে আমরা ওপরে ঠেলে দিতে পারি না। আমাদের জন্য এটা চ্যালেঞ্জিং। তামিমকে ৪ নম্বরে খেলাতে আরেকজন ভালো ওপেনার লাগবে। আমার মতে, চার নম্বরে তামিম ‘ফ্যান্টাস্টিক’ হতে পারে।’
৬৭ টেস্টের ১২৮ ইনিংসে তামিম রান করেছেন ৪৯৮১। ২২৫ ওয়ানডের ২২৩ ইনিংসে করেছেন ৭৮২৬ রান এবং ৭৮ টি-২০ ম্যাচে ৭৮ ইনিংসে রান করেছেন ১৭৫৮। ১৫ বছরের ক্যারিয়ারে তামিম ৩৭০ ম্যাচের ৪২৯ ইনিংসে একবার মাত্র ওপেন করেননি তামিম। ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা সফরে পচেফস্ট্রম টেস্টে স্বাগতিকের ইনিংসের শেষ সময় ফিল্ডিং করতে পারেননি। তাই নিয়ম মেনে ৫ নম্বরে ব্যাটিং করেছিলেন। রান করেছিলেন ৩৯।
দুরন্ত ফর্মে থাকা তামিমকে ৪ নম্বরে ব্যাটিং করানোর কথা ভাবছেন ব্যাটিং কোচ, ‘বেশির ভাগ দেশেই সিনিয়র ক্রিকেটাররা লম্বা সময় ওপেন করলে নিচের দিকে ব্যাটিংয়ের সুযোগ পায়। একটু নিচে নামতে পারলে তামিমেরও ভালো লাগবে বলে ধারণা আমার। অবশ্য তার আগে একজন ওপেনার খুঁজে বের করতে হবে!’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ