আগামীকাল জাপানের বিপক্ষে মাঠে নামার আগে ফের সংবাদের শিরোনাম হলো ব্রাজিল। ব্রাজিলের দুই তারকা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র ও রিচার্লিসন আজ দলীয় অনুশীলনের সময় হাতাহাতিতে জড়িয়ে পড়েন দাবি করে প্রতিবেদন প্রকাশ করেছে একাধিক বিশ্ব গণমাধ্যম। এ ঘটনার কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
জাপানের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আগে নিজেদের ঝালিয়ে নিতে অনুশীলন করছিল ব্রাজিল দল। অনুশীলনের মধ্যেই এ ঘটনা ঘটে। তবে ঘটনার সূত্রপাত কি নিয়ে তা স্পষ্ট নয়। ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, কিছু একটা নিয়ে তর্ক চলছে ভিনিসিয়ুস ও রিচার্লিসনের মধ্যে। এরপর তারা হাত ধরাধরি করে একে অন্যের কাপড় টানাটানি শুরু করেছে। তাদের এমন কাণ্ডে হাসিমুখে যুক্ত হন পিএসজি তারকা নেইমার জুনিয়র।
ছবিগুলো নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনার সৃষ্টি হয়েছে। যদিও এ ঘটনা নিয়ে ব্রাজিল ফুটবল কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি এবং সত্যতাও নিশ্চিত হওয়া যায়নি। এদিকে, ‘ব্রাজিলের অনুশীলনে হাতাহাতি’ দাবি করে প্রকাশিত এ খবর সত্য নয় বলে ফ্যাক্টচেকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে। পরিপূর্ণ তথ্য-প্রমাণের উপর ভিত্তি করে ফেসবুকে এসকল সংবাদগুলোকে ফ্যাক্টওয়াচ “মিথ্যা” চিহ্নিত করেছে।
ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, ভিনিসিয়াস, রিচার্লিসন, নেইমার, দানি আলভেস ও লুকাস পাকুয়েতা নিজেদের মধ্যে হাস্যরস করছেন। এ নিয়ে একাধিক আন্তর্জাতিক সাইট থেকে ফ্যাক্ট-চেকিং শুরু হয়। তারা সংবাদটিকে সম্পূর্ণ গুজব সাব্যস্ত করেছে।
সূত্র : ডেইলি মেইল, মার্কা ও দ্য সান।
বিডি-প্রতিদিন/শফিক