উয়েফা নেশনস লিগের ম্যাচে পর্তুগাল ও সুইজারল্যান্ড গতকাল মুখোমুখি হয়েছিল। লিসবনের সেই ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ছিলেন রোনালদোর মা দোলোরেস এভেইরো। মাকে হতাশ করেননি রোনালদো, করেছেন জোড়া গোল। ছেলের সাফল্য দেখে চোঁখে জল এসেছে মায়ের।
ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের উপর চড়াও হয়ে খেলতে থাকে পর্তুগাল, ফলও পায় দ্রুত। প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে গেল তাঁরা। দ্বিতীয়ার্ধে আরো এক গোল দিয়ে নেশনস লিগের প্রথম জয় নিয়ে মাঠ ছাড়ে ক্রিস্টিয়ানো রোনালদোরা। 'এ' লিগের দুই নম্বর গ্রুপের ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ৪-০ ব্যবধানের জয় পেয়েছে পর্তুগাল। রোনালদোর পাশাপশি গোল পেয়েছেন কারভাহালো ও জোয়াও ক্যানসেলো।
রোনালদো প্রথম গোলটি পান ম্যাচের ৩৫তম মিনিটে। এরপর ৩৯ মিনিটে করেন নিজের দ্বিতীয় গোলটি। দুটি গোলের সময়ই রোনালদোর মা ভেসেছেন আনন্দ-অশ্রুতে। আন্তর্জাতিক ফুটলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রোনালদোর মোট গোল দাঁড়াল ১১৭-তে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ