'এএফসি এশিয়ান কাপ ২০২৩ কোয়ালিফায়ার'-এ অংশগ্রহণ করতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছে।
এই গ্রুপে বাংলাদেশ ছাড়াও স্বাগতিক মালয়েশিয়া, বাহরাইন ও তুর্কমেনিস্তান জাতীয় ফুটবল দল অংশগ্রহণ করবে। বর্তমানে সকল দেশের ফুটবলাররা মালয়েশিয়ায় অবস্থান করছে এবং প্রস্তুতি নিচ্ছে।
গতকাল সোমবার বাংলাদেশ জাতীয় ফুটবল দল মালয়েশিয়ান সময় বিকাল ৫.১৫ ঘটিকা থেকে ৬.০০ ঘটিকা পর্যন্ত ম্যাচ ভেন্যু ন্যাশনাল স্টেডিয়াম বুকিট জলিল স্টেডিয়ামে অফিশিয়াল ট্রেনিং সেশন সম্পন্ন করেন।
বর্তমানে মালয়েশিয়ায় করোনা পরিস্থিতি ভালো থাকায় স্টেডিয়াম ভর্তি দর্শক খেলা উপভোগ করতে পারবে। মালয়েশিয়ার জাতীয় স্টেডিয়াম বুকিত জলিল এ প্রতি খেলায় আনুমানিক ৬০ হাজার দর্শক খেলা উপভোগ করতে পারবেন।
মালয়েশিয়ার ফুটবল সংস্থা ফুটবল এসোসিয়েশন মালয়েশিয়া গ্র্যান্ড স্ট্যান্ড টিকিটের মূল্য মালয়েশিয়ান রিংগিত প্রায় ৬৯ এবং গ্যালারি টিকিটের মূল্য প্রায় ৪৫ রিঙ্গিত নির্ধারণ করেছে। আগ্রহী দর্শকরা অনলাইনের মাধ্যমে www.tickethotline.com.my এই অনলাইন সাইটের মাধ্যমে টিকেট ক্রয় করতে পারবেন।
আজ মঙ্গলবার বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ম্যাচ প্রেস কনফারেন্স মালয়েশিয়ান সময় বেলা ১২.২০ টায় টিম হোটেলে অনুষ্ঠিত হবে এবং প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে মালয়েশিয়ান সময় বিকাল ৫.০০ থেকে ৬.৩০ ঘটিকা পর্যন্ত PKNS Sports Ground।
আগামীকাল বুধবার মালয়েশিয়ান সময় রাত ৯টায় নিজেদের প্রথম ম্যাচে বাহরাইনের মুখোমুখি হবে বাংলাদেশ দল।
বাংলাদেশ প্রতিদিন/নাজমুল