২৬ জুন, ২০২২ ১৬:১৭

বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান

অনলাইন ডেস্ক

বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান

ফাইল ছবি

আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে বাংলাদেশকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজা এ তথ্য নিশ্চিত করেছেন।

আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগেই নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজটি আয়োজনের পরিকল্পনা চলছে।

রমিজ রাজা জানান, ‘আগামী সেপ্টেম্বরে ইংল্যান্ড পাকিস্তানে খেলতে আসবে। সে সফরের তারিখের ব্যাপারে নিশ্চিত হওয়ার পরই নিউজিল্যান্ড ক্রিকেটের আয়োজনে আমরা সিরিজ খেলার সিদ্ধান্ত নিয়েছি। বিশ্বকাপের আগে ওই কন্ডিশনে দলকে আরও বেশি ম্যাচ খেলাতে চেয়েছিলাম। এখন আমাদের খেলোয়াড়েরা ওই কন্ডিশনে আরও বেশি খেলার সুযোগ পাবে, সুযোগ পাবে নিজেদের ঠিক রসায়ন খুঁজে বের করার।’

আগামী ৪ অক্টোবর নিউজিল্যান্ডের উদ্দেশে পাকিস্তান দল দেশ ছাড়বে বলে আশা করা হচ্ছে। ত্রিদেশীয় সিরিজটি অনুষ্ঠিত হবে ডাবল হেডারে। অর্থ্যাৎ প্রতিটি দল একে অপরের বিপক্ষে দু’বার করে মুখোমুখি হবে। সেরা দুই দল খেলবে ফাইনালে। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড এখনও সূচি প্রকাশ করেনি। তবে খুব শিগগিরই প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

সর্বশেষ খবর