শুরুতেই তামিম ইকবাল ফিরেছেন মাত্র ৮ বল খেলে, করেছেন চার রান। থিতু হওয়ার চেষ্টা করেও ২১ বলে ১৩ রানে ফিরেছেন মাহমুদুল হাসান জয়। নাজমুল শান্ত টিকে থাকলেও ৭ বলে ৪ রান করে এলবির ফাঁদে আট বছর পর দলে ফেরা এনামুল বিজয়।
সবমিলিয়ে চা বিরতির আগেই বিপর্যস্ত সাকিব আল হাসানের টিম টাইগার্স। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর বদলে ভাঙনটাই বেশি বাংলাদেশ শিবিরে।
এর আগে কাইল মায়ার্সের ১৪৬ রানের পর খালেদ আহমেদ তোপ, ৪০৮ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ। একাই ৫ উইকেট নিয়েছেন খালেদ।
ক্যারিবীয়দের শেষ ব্যাটার জাইডেন সিলসকে অলআউট করে খালেদ তার ফাইফার তুলে নেন। তবে এর মধ্যেই নিজেদের প্রথম ইনিংসে ১৭৪ রানের লিড নিয়েছে ক্যারিবীয়রা।
নিজেদের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ২৩৪ রান তুলতে পেরেছিল সাকিব আল হাসানের দল।
বিডি প্রতিদিন/নাজমুল