২৭ জুন, ২০২২ ১১:২৮

ভারতের অধিনায়ক হয়েই রেকর্ড বুকে নাম হার্দিক পান্ডিয়ার

অনলাইন ডেস্ক

ভারতের অধিনায়ক হয়েই রেকর্ড বুকে নাম হার্দিক পান্ডিয়ার

হার্দিক পান্ডিয়া

ভারতের অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই নজির গড়লেন হার্দিক পান্ডিয়া। টি-টোয়েন্টি ম্যাচে প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে কোনও উইকেট নিলেন ভারতের নয়া ‘ক্যাপ্টেন কুল’।

রবিবার ডাবলিনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভুবনেশ্বর কুমারের সঙ্গে নতুন বল ভাগ করে নেন হার্দিক পান্ডিয়া। ভুবির প্রথম ওভারের পর ভারতের অধিনায়ক বল করতে আসেন। ওয়াইড দিয়ে শুরু করলেও দ্বিতীয় বলেই পান সাফল্য।

দ্বিতীয় বলে পল স্টার্লিংকে সাজঘরে পাঠিয়ে দেন হার্দিক। আয়ারল্যান্ডের ওপেনার স্টার্লিং হার্দিকের অফস্টাম্পের বাইরে বলে কভারের উপর দিয়ে চার মারতে চেয়েছিলেন। কিন্তু প্রথম বলের মতো টাইমিং হয়নি। ব্যাটের নীচের প্রান্তে লেগে বল শূন্যে উঠে যায়। মিড-অফ থেকে দৌড়ে এসে ক্যাচ তুন নেন দীপক হুডা। সব মিলিয়ে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুই ওভারে ২৬ রান দিয়ে দুই উইকেট নেন হার্দিক।

ভারত-আয়ারল্যান্ড ম্যাচ

রবিবার টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন হার্দিক। তবে বৃষ্টির জন্য ১২ ওভারের ম্যাচ হয়। ব্যাট করতে নেমে প্রাথমিক ধাক্কা সামলে বড় রান তোলে আয়ারল্যান্ড। ১২ ওভারে চার উইকেটে ১০৮ রান করেন স্টার্লিংরা। ৩৩ বলে অপরাজিত ৬৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন হ্যারি টেকটর।

সেই রান তাড়া করতে নেমে বিধ্বংসী ব্যাটিং করতে থাকে ভারত। সেই সুবাদে মাত্র ৯.২ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে ফেলেন হার্দিকরা। ২৯ বলে অপরাজিত ৪৭ রান করেন দীপক হুডা। ১১ বলে ২৬ রান করেন ইশান কিষান। ১২ বলে ২৪ রান হার্দিক। ম্যাচের সেরা নির্বাচিত হন যুজবেন্দ্র চাহাল। যিনি তিন ওভারে ১১ রান দিয়ে এক উইকেট পান।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর