২৭ জুন, ২০২২ ২২:২৬

ভেজা মাঠ, প্রথম সেশনে এক বলও খেলা হলো না

অনলাইন ডেস্ক

ভেজা মাঠ, প্রথম সেশনে এক বলও খেলা হলো না

ভেজা আউটফিল্ড ঠিক করতেই গলদঘর্ম হতে হচ্ছে মাঠকর্মীদের

সেন্ট লুসিয়ায় বৃষ্টিতে মাঠ ভিজে গেছে। এখন বৃষ্টি বন্ধ থাকলেও আউটফিল্ড খেলার উপযুক্ত নয়। তাই নির্ধারিত সময়ে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্টে চতুর্থ দিনের খেলা শুরু হয়নি।

ভেজা আউটফিল্ড ঠিক করতেই গলদঘর্ম হতে হচ্ছে মাঠকর্মীদের। তাই চতুর্থ দিনের প্রথম সেশনে এক বলও মাঠে গড়ায়নি। স্থানীয় সময় দুপুর ১২টায় লাঞ্চ বিরতিতে গেছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। বিরতির এক ঘণ্টা পর আবার মাঠ পরিদর্শন করবেন আম্পায়াররা।

এই টেস্টে বলতে গেলে পরাজয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে টাইগাররা। চতুর্থ দিনে লক্ষ্য একটাই, কোনোমতে ইনিংস হারটা এড়ানো যায় কি না। ৪ উইকেট হাতে নিয়ে ইনিংস পরাজয় এড়াতে আরও ৪২ রান করতে হবে বাংলাদেশের। 

ম্যাচের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল ৬ উইকেটে ১৩২ রান। প্রথম ইনিংসে সাকিব আল হাসানের দল গুটিয়ে যায় ২৩৪ রানে। পরে ওয়েস্ট ইন্ডিজ ৪০৮ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়ে নেয় ১৭৪ রানের লিড।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর