বাংলাদেশ- ওয়েস্ট ইন্ডিজ ‘পদ্মা সেতু ফ্রেন্ডশিপ ক্রিকেট সিরিজ’ উপলক্ষে সেন্ট লুসিয়া’য় বাংলাদেশ জাতীয় দলের সম্মানে নৈশভোজের আয়োজন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।
নৈশভোজে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তিন ফরম্যাটে'র সকল খেলোয়াড় উপস্থিত ছিলেন।
এ সময় জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো তাকে বাংলাদেশ জাতীয় দলের জার্সি উপহার দেন।
উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সৌজন্যে ওয়েস্ট ইন্ডিজ (বারবাডোজ, সেন্ট লুসিয়া, ডমিনিকা) সফর করছেন তিনি। সাথে রয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবির পরিচালক নাইমুর রহমান দুর্জয় এমপি।
বিডি প্রতিদিন/কালাম