বর্তমান ক্লাব লিভারপুলেই আরও তিন বছর থাকবেন মিশরীয় ফুটবলের সবচেয়ে বড় তারকা মোহাম্মদ সালাহ।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ৩০ বছর বয়সী এই ফুটবলার লিভারপুলের সাথে তিন বছরের একটি চুক্তি সই করেছেন।
লিভারপুলের হয়ে গেল পাঁচ বছরের ১৫৬ গোল করেছেন সালাহ।
এ বিষয়ে বলেন, ‘আমি বেশ ভালো অনুভব করছি, আমি এক্সাইটেড, এই ক্লাবের সাথে আরও ট্রফি জিততে চাই। এটা সবার জন্য খুশির দিন। আমরা সবকিছুর বিরুদ্ধে লড়াই করার জন্য ভালো অবস্থানে আছি।’
লিভারপুলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ, এফএ কাপ, লিগ কাপ, ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ এবং উয়েফা সুপার লিগ জিতেছেন এই মিশরীয় ফুটবলার।
ইংলিশ প্রিমিয়ার লিগে গোল্ডেন বুটও জিতেছেন সালাহ।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল